সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট মহানগরীর পার্ক ভিউ হাসপাতালের চিকিৎসক প্রিয়াংকা তালুকদার শান্তা হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ এ কর্মসূচির আয়োজনে করে।
দুর্জয় দত্ত পুরকায়স্থর উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদ
সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, কৃষক নেতা আব্দুল কাউয়ুম, ব্যবসায়ী নূরুল হাসান আতাহের, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক আমিনুল হক ও জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিন।
উল্লেখ্য, গত ১২ মে সকালে সিলেট মহানগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার পল্লবী সি ব্লকের ২৫ নাম্বার বাসা থেকে ডা প্রিয়াংকা তালুকদার শান্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুপুরে তার স্বামী স্থপতি দিবাকর দেব কল্লোল,শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেবকে আটক করা হয়।
পরবর্তী সময়ে ডা প্রিয়াংকা তালুকদার শান্তার বাবা সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনকে পুলিশ ৩ দিনের রিমান্ডে নেয়।
Leave a Reply