সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি ডা এম এ রকিবের মৃত্যুতে আয়োজিত এক শোকসভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পথিকৃৎ অধ্যাপক ডা এম এ ইব্রাহিম চিকিৎসা জগতের এক কিংবদন্তী হিসেবে স্বীকৃত। অধ্যাপক ডা এম এ রকিবও সিলেটের ডায়াবেটিক রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এক কিংবদন্তী ছিলেন। চিকিৎসা জগতের এই অনুসরণীয় ব্যক্তিত্ব নিজের কর্মযজ্ঞের মধ্য দিয়ে সিলেটবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সিলেট ডায়াবেটিক সমিতি শনিবার দুপুরে ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এই শোকসভার আয়োজন করে।
সংগঠনের সহ সভাপতি অধ্যাপক এম এ আহবাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের ইমাম হাফিজ শাহ আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ সভাপতি অধ্যাপক ডা আলতাফুর রহমান, কোষাধ্যক্ষ এম এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য, সদস্য অধ্যাপক ডা আজিজুর রহমান, অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, প্রকৌশলী আইয়ুব আলী, অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংবাদিক আফতাব চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, আব্দুস সামাদ নজরুল, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, আবাসিক মেডকেল অফিসার ডা ললিত মোহন নাথ এবং অধ্যাপক ডা এম এ রকিবের একমাত্র ছেলে প্রকৌশলী তানভীর ইবনে রকিব। এছাড়া মরহুমের একমাত্র মেয়ে ডা নায়লা রকিব উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply