বিশেষ প্রতিবেদক : সিলেট মহানগরীর রাস্তাঘাট ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সিলেট সিটি কর্পোরেশন-সিসিক ডাস্টবিন বসানোর কার্যক্রম অব্যাহত রেখেছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার সোবহানীঘাট এলাকায় ডাস্টবিন বসানো হয়। মহানগরীর অন্যতম এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা ২০টি ডাস্টবিন বসান। এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার স্বার্থে পথচারী ও এলাকার ব্যবসায়ীদের ডাস্টবিন ব্যবহারের জন্য উদ্ধুদ্ধ করা হয়।
ডাস্টবিন বসানোর কার্যক্রম পরিদর্শন করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ সময় তিনি জানান, মহানগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার স্বার্থে বিভিন্ন স্থানে ইতোমধ্যে ২৫০টি ডাস্টবিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, এরপরও সুফল পাওয়া যাচ্ছে না। অবশ্য মানুষের অভ্যাস পরিবর্তন হতে কিছুটা সময় লাগে। এজন্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি নাগরিকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সিসিকের স্থাপিত নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী মো সামছুল হক, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো হানিফুর রহমান প্রমুখ।
Leave a Reply