সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না-এই আন্দোলন দেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার ও দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের। দেশে একতরফা, তামাশার ও ডামি নির্বাচনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে গণতন্ত্র বিলীন হতে দেওয়া যায়না। এই দেশ বিএনপির একার নয়-দেশটি সকলের। তাই দেশ বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসহযোগ আন্দোলনে সামিল হতে হতে হবে।
শুক্রবার, ২৯ ডিসেম্বর (১৪ পৌষ) বাদ জুমা মহানগরীর মিরাবাজার এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে চলমান অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল আহাদ থান জামাল, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডা নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহসাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহতথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, বোরহান উদ্দিন, রাসেল আহমদ, আব্দুর রাজ্জাক ও রাহাত আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply