‘হাত ধোয়ার অভ্যাস গড়ি’ এই স্লোগান নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদেরকে সঠিক নিয়মে হাত ধোয়ার ৬টি কৌশল শেখানো হয়েছে।
রবিবার সকাল থেকে রাজধানীর শেওড়াপাড়া ডরপ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেসরকারি সংস্থা ডরপ ও এসিআই গ্রুপের স্যাভলন পণ্যের উদ্যোগে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (শাখা-৩) শিক্ষার্থীদের মধ্যে এ সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডরপ প্রতিষ্ঠাতা গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান, অর্থ ও প্রশাসন ডিরেক্টর মো হায়দার আলী খান, সাবেক অতিরিক্ত সচিব মো সাইফুল্লাহ, গবেষণা প্রধান মোহাম্মদ যোবায়ের হাসান, স্বাস্থ্যগ্রাম : ওয়াশ পরিবীক্ষণ প্রেক্ষিত প্রকল্পের কোঅর্ডিনেটর মো আমীর খসরু, মো দিদার উদ্দিন, পূর্ণবান বিশেষজ্ঞ ফারহানা ফেরদৌস, সামছুন নাহার, মিডিয়া ম্যানেজার আ হ ম ফয়সল প্রমুখ।
অনুরূপভাবে ডরপ ও স্যাভলনের উদ্যোগে সিরাজগঞ্জ সদর, বরগুনা সদর, রামগতি (লক্ষীপুর) ও ফকিরহাট (বাগেরহাট) উপজেলার ৫০টি স্কুল, ১২টি ইউনিয়ন পরিষদ ও ১২টি স্বাস্থ্য কেন্দ্রে দিনটি উদযাপন করা হয়েছে।
Leave a Reply