নিজস্ব প্রতিবেদক : সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ঠাঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।
‘রোটাপ্লাস্ট মিশন’ নামে পরিচিত এই চিকিৎসাসেবা সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে চতুর্থবার দেয়া হচ্ছে।
এই চিকিৎসাসেবা চলবে ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এ সময় বাছাইকৃত রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি করবেন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডের বিশ্বখ্যাত সার্জনরা। ইতোমধ্যে নাম তালিকাভুক্তি শুরু হয়ে গেছে।
বুধবার মহানগরীর মানিকপীর রোডে রোটারি হাসপাতাল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে রোটাপ্লাস্ট মিশনের প্রধান সমন্বয়ক পিডিজি রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী এ তথ্য জানান। এসময় আরো বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান পিপি শফিক আহমদ বখত, রোটারিয়ান আর্শাদ আলী, রোটারিয়ান আক্তার আহমদ ও রোটারিয়ান মনজুর আল বাসেত।
ডা মঞ্জুরুল হক চৌধুরী জানান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ নভেম্বর রোগী বাছাই করা হবে। সেখানেই প্লাস্টিক সার্জারি শুরু ২ নভেম্বর থেকে। এ ব্যাপারে ০১৭২৭২৪০৬৫৯, ০১৭১১৩২০৬৩৬, ০১৭১১৩৮৯২৭৫, ০১৭১২ ৬৮৭৮০৭, ০১৭১১৪৮৪৩৯৩ ও ০১৭১২১৬৭৬৩০ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে।
Leave a Reply