এনা, নিউইয়র্ক : আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ও ইমিগ্র্যান্ট বিরোধী বক্তব্য ও পদক্ষেপ নেয়ার অগ্রিম ঘোষণায় মুসলিম ও ইমিগ্র্যান্ট কমিউনিটিতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
এই আতঙ্ক দূর করতে ও ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যকে চ্যালেঞ্জ করে অনেকটা যুদ্ধই ঘোষণা করেছে নিউইয়র্কের শতাধিক মানবাধিকার সংগঠন। তারা নবনির্বাচিত প্রেসিডেন্টের এসব বক্তব্যকে মানবাধিকার বিরোধী ও হিংসাত্মক উল্লেখ করে নিউইয়র্কের বিভিন্ন এলাকাকে হেইট ফ্রি জোন ঘোষণা করেছে।
তারা বলেছেন, ‘আমরা ডোনাল্ড ট্রাম্পের হিংসা এবং জাতি, বর্ণ ও ধর্মে বিভক্তির বিরুদ্ধে। আমরা ঘৃণা নয়, ভালবাসায় বিশ্বাসী এবং সেই ভালবাসা দিয়ে আমরা একে অন্যকে প্রটেক্ট করবো।’
হেইট ফ্রি জোন ঘোষণার অনুষ্ঠানটি নিউইয়র্ক সময় শুক্রবার বিকেলে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ড্রাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠন ড্রামের আর্গানাইজিং ডিরেক্টর কাজী ফৌজিয়া ও ফিলিফিনি প্রতিনিধি উগনায়ানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ড্রামের ইয়ুথ লিডার পুনম দাস, কুইয়ার ডিটেইনি এ্যামপাওয়ারমেন্টের প্রতিনিধি চিলো সিলভা, জাস্টিস কমিটির জ্যাসলেইন আতাহুলাপা, মেক দ্যা রোড নিউইয়র্কের প্রতিনিধি মার্গট রেভেরা, মেম্বার অব জুইস ফর রিক্যাল অ্যান্ড ইকোনোমিক জাস্টিসের প্রতিনিধি ডেব লোলাই, দায়ান কমিউনিটির প্রতিনিধি লিডিয়া ক্যাটিনা, কাউন্সিলম্যান ড্যানিয়ে ড্রাম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, ইন্দো-ক্যারেবিয়ার প্রতিনিধি সিমনি জিঙ্গোর ও নিউইয়র্ক ইন্টার ফেইথ সেন্টারের প্রতিনিধি ইমাম বুকাডুম।
বক্তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্য, মুসলমানদের রেজিস্ট্রেশন করা, অবৈধ ইমিগ্র্যান্টদের বের করে দেয়া, মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি এবং আফ্রিকান সহ বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে বিভক্তি তৈরির প্রতিবাদ করেন।
তারা প্রকাশ্যে ঘোষণা দেন, ‘এটা আমাদের দেশ। এই দেশ থেকে আমাদের বের করে দেয়া যাবে না। আমরা এখানেই থাকবো এবং এখানেই মরবো। মুসলমানদের রেজিস্ট্রেশন করার যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন তা তাকে প্রত্যাহার করতে হবে।’
কাউন্সিল্যমান ড্রানিয়েল ড্রাম বলেন, ‘নিউইয়র্ক সিটি ইমিগ্র্যান্ট ও মুসলমানদের স্বার্থ রক্ষায় যা যা করতে হয় আমরা তাই করবো।’
বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। পুলিশি বাধার মুখেও তা নিউইয়র্কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply