সিলেটের ট্রাক শ্রমিক রায়হান আহমদ চৌধুরীকে টাঙ্গাইলে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন আন্দোলনে নেমেছে।
এর অংশ হিসাবে শনিবার বিকেলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আহমদ আলীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাখন মিয়া, জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জুবের আহমদ ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী।
বক্তারা রায়হান আহমদ চৌধুরী হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার দাবি করেন।
Leave a Reply