মহানগরীর খাসদবির এলাকায় ট্রাকচাপায় নিহত যুবদল নেতা আতাউর রহমান কুটির শোকাহত পরিবারের সঙ্গে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি খাসদবির এলাকায় নিহত আতাউর রহমান কুটির বাসায় যান এবং পরিবারের সদস্যদেরকে শান্তনা দেন।
এসময় এমদাদ চৌধুরী নিজের পক্ষ থেকে পরিবারটিকে শীতের কাপড় ও চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত আহমদ লিটন, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, পরিবারকল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মামুন আহমদ মিন্টু, লুৎফুর রহমান, সাবেক ছাত্রদল নেতা সাইদ মাহমুদ ওয়াদুুদ ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন।
আতাউর রহমান কুটির ভাই এম এ মুগনী খোকা, সৈয়দুর রহমান, লায়েক আহমদ ও আব্দুল মুমিন উপস্থিত ছিলেন।
Leave a Reply