সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কর্মরত ট্যুর গাইড সাদ্দাম হোসেনের খুনিদের আটকের দাবি জানিয়ে সিলেটের পর্যটন বিষয় স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাব ও সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন মানববন্ধন করেছে।
শনিবার বিকেলে সিলেট মহানগরীর শেখঘাট জিতুমিয়ার পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট ট্যুরিজম ক্লাব ও ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ সিলেট জোনের চেয়ারম্যান মুতাহির হোসেন বাবুল, হ্যাব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিলেটের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু, জ্যেষ্ঠ সাংবাদিক আফতাব চৌধুরী, সিসিক কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, ডেইলি স্টারের সিনিয়র ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক রুহেল বক্ত তুষার ও মানবধিকার সংগঠক উজ্জল রঞ্জন চন্দ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি দেলওয়ার হোসেন রানা।
বক্তারা ট্যুর গাইড সাদ্দামের খুনি আটক না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply