সুনামগঞ্জ প্রতিনিধি : আগামীতে টেকসই ও স্থায়ী হাওর বাঁধ নির্মাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ধ্রুতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় কান্তি দাসের সভাপতিত্বে ও সহ সভাপতি মঙ্গল সিনহা শুভর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিয় পাপন চক্রবর্তী অর্ক, জেলা সাধারণ সম্পাদক আবুল বাকের, সুনামগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হারুণ অর রশিদ, জেলা সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, তরুণ লীগের জেলা সভাপতি একেএম মিলন ও সাবেক ছাত্রলীগ নেতা সাহাবাজ ইমরান।
Leave a Reply