কানাইঘাট প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা সিলেটের কানাইঘাট উপজেলায় আটক হয়েছে। এই রোহিঙ্গারেকে ফেরৎ পাঠানো হচ্ছে তাদের ক্যাম্পে। তবে তাদেরকে পালানোর সহযোগী দালাল ও বহনকারী মাইক্রোবাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার ভোরে কানাইঘাট উপজেলার দর্পননগর মমতাজগঞ্জ খেয়াঘাট থেকে ৩ নারী ও ৫ শিশুসহ ১৪ রোহিঙ্গাকে পুুলিশ আটক করে। এসময় দালাল কিশোরগঞ্জের নূরুল্লাহ ও মাইক্রোবাস চালক কানাইঘাটের নারাইনপুর গ্রামের আব্দুল মালিককেও আটক করা হয়।
কানাইঘাট থানার এসআই আবু কাউছার জানান, আটক রোহিঙ্গাদেরকে টেকনাফে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।
Leave a Reply