সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের সপ্নছোঁয়া সমাজকল্যাণ সংস্থার ৫ম বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টুকেরবাজার হাজি আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২ পালায় অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলার ৪০টি বিদ্যালয় ৪৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা হল পরিদর্শন করেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ আহমদ, শাহ খুরুম ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুস সহিদ, টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দাস, মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমেষ চক্রবর্তী, সহকারী শিক্ষক নিকেতন দাস, হাজি আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জুনায়েদ খোরাসানী, সাবেক শিক্ষক আব্দুল হক, শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের শিক্ষক খালেদ আহমদ কায়েস প্রমুখ।
Leave a Reply