সিলেট সদর উপজেলার টুকেরবাজারে ৭ম মইয়ারচর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে মইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মইয়ারচর কিশোর আয়োজিত এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এতে অংশগ্রহণকারী স্থানীয় ছয়টি দলের নাম রাখা হয়েছে ছয় বীরশ্রেষ্ঠর নামে। অপর বীরশ্রেষ্ঠর নামে হয়েছে মাঠের নামকরণ।
এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও যুব সংগঠক আরমান উদ্দিনের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক লায়েছ আহমদ ও মিসবাহ শিহাবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, শাহ খুররম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কমর উদ্দিন, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুর রহমান জুনায়েদ খোরাসানী, মইয়ারচর পপুলার যুব সংঘের সাবেক সভাপতি ফখর উদ্দিন, বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল মুকিত, মোয়াজ্জিন হোসেন ও মোহাম্মদ আলী তারেক। অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইমরান খান সাদেক, মাহবুব চৌধুরী, গুলজার আহমদ, মাসুম আহমদ খোরাসানী ও ইমাদ আহমদ।
Leave a Reply