যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ান সিদ্দিক পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ায় সিলেটে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৫ জুলাই (২১ আষাঢ়) বাদ জুম্মা হজরত শাহজালাল (র) জামে মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দরগা মসজিদে উপস্থিত মুসল্লিগণ এতে অংগ্রগহণ করেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে আবারও এমপি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট।
২০১৯ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়ে টিউলিপ সিদ্দিকের এবার ভোটের সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়েছে।
লেবার পার্টির এমপি হিসাবে নানা শ্যাডো দায়িত্ব পালনকারী টিউলিপ সিদ্দিক এবার লেবার পার্টি সরকারের মন্ত্রী হতে পারেন।
টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে শক্তিশালী ৭ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply