সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত আন্তর্জাতিক রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের প্রাণ ও প্রকৃতি সুরক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুর দেড়টায় উপজেলা সদরের তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ টাঙ্গুয়ার হাওর এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
স্থানীয় সামাজিক সংগঠন আমরা হাওরবাসী, সুরমা, রানার এইড, হাউস ও সুজন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বর্তমান ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, ১৩ বছর ধরে টাঙ্গুয়ার হাওর সংরক্ষণ প্রকল্পে কোন লাভ হয়নি বরং এই সময়ে সংরক্ষণের নামে হাওরের জীববৈচিত্র ধ্বংস করা হয়েছে।
বক্তারা অবিলম্বে হাওরের প্রাণ ও প্রকৃতি সুরক্ষায় হাওরবাসীকে সম্পৃক্ত করে স্থায়ী ব্যবস্থাপনা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, রুহুল আমীন, মাহতাব উদ্দিন তালুকদার, সালেহিন চৌধুরী শুভ, বাবরুল হাসান বাবলু, হাফিজ উদ্দিন পলাশ, গোলাম নূর প্রমুখ।
Leave a Reply