তাহিরপুর প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেকসহ সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে মাইকে প্রচারণা চালায়।
তবে স্বাস্থ্যবিধি মেনে দিনের বেলায় নৌকা নিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে সবাই ঘুরতে পারবেন; কিন্তু রাত্রিযাপন করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে পুলিশের অভিযান চলবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্যটকরা উপজেলা প্রশাসনকে অবগত করে এলে, দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে বেড়াতে তাদের সহযোগিতা করা হবে।
Leave a Reply