সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার গ্রামের সাহেদ আহমদ চৌধুরী দাবি করেছেন, তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা তার বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে তাকে অহেতুক হয়রানি করে যাচ্ছে।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ ৯ বছর তিনি জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলায় রবি. এয়ারটেল ও শিওর ক্যাশের ডিস্ট্রিবিউশন ব্যবসায় জড়িত ছিলেন। গত মার্চ থেকে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এছাড়াও করোনাভাইরাসের কারণে ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই গত জুলাই মাস থেকে ডিস্ট্রিবিউশন ব্যবসা ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন ব্যবসায় থাকার কারণে তার সঙ্গে অনেকের ব্যক্তিগত লেনদেন ছিল, যা তিনি পর্যায়ক্রমে পরিশোধ করেছেন।
Leave a Reply