নিজস্ব প্রতিবেদক : লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন বলেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের সম্পর্ক খুবই গভীর। এই সম্পর্ক হচ্ছে আদর্শ ও নৈতিকতার। দিন দিন তা আরও বৃদ্ধি পাবে। এজন্য লিখিত কোনো দলিলের প্রয়োজন নেই। কারণ এ সম্পর্ক আত্মার। এর মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী বাঙালি ও সিলেট তথা বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ আহবাব হোসেন বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের এই আয়োজন তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি জানান, প্রবাসে থাকলেও দেশের মানুষের কথা এক মুহুর্তের জন্য ভুলেননি। দেশের প্রতি যে ভালোবাসা ছিলো তা অটুট আছে। গতবছর তারা লন্ডনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে ইতিহাস সৃষ্টি করেছেন।
স্পিকার আরও বলেন, প্রবাসীরাও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থনীতিকে করছেন শক্তিশালী। এ ক্ষেত্রে সিলেটের প্রবসীদের অবদান অবিস্মরণীয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ। সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির মেম্বার উমেশ দেশাই, সিটি অব লন্ডনের কাউন্সিলম্যান, সংগ্রাম চলচ্চিত্রের পরিচালক মো মনসুর আলী, ইন্টারন্যাশনাল ক্যারেম ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য ক্যারেম চ্যাম্পিয়ন সোনাহর আলী রিংকু, লন্ডনের কাউন্সিলর ও হাউজিং অফিসার ফখরুল হক, যুক্তরাজ্যের কনজার্ভেটিভ পার্টির স্থায়ী সদস্য মোহাম্মদ আবদুল কাদির, লন্ডন চা বিনিময়কারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ অলিউর রহমান, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম নাজিম, মিসবাহ বি এস চৌধুরী, আশিক রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম আশরাফ উদ্দিন কালাম।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ সদস্য, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান, সভাপতি-সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ সদস্যবৃন্দ। এছাড়া সংবর্ধিত অতিথিসহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সদস্য মোহাম্মদ মহসীন, মুকিত রহমানী, মামুন হাসান, রায়হান উদ্দিন, আশরাফ চৌধুরী রাজু, ইয়াহ্ইয়া মারুফ, মো ছয়ফুল আলম অপু, আতিকুর রহমান নগরী, মোখলেছুর রহমান, ফয়জুল আহমদ, রাজীব আহমেদ রাসেল, সহযোগী সদস্য মো শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।
Leave a Reply