যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার আহবাব হোসেনকে সিলেট-চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশন সম্মাননা স্মারক দিয়েছে।
সোমবার সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে এই সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য থেকে আগত কাউন্সিলর উনমেশ দেশাই, সিলেট জজ কোর্টের পিপি, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ অলিউর রহমান, আশিক রহমান, ডা নাসিম আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্মআহবায়ক উৎপল বড়ুয়া ও ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া।
স্পিকার আহবাব হোসেন বলেন, মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বিভিন্নমুখী মানবিক ও সামাজিক কার্যক্রম দেখে তিনি খুবই মুগ্ধ। যে কোন প্রয়োজনে পাশে থাকবেন।
পরে নৈশভোজের আয়োজন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply