বিশেষ প্রতিনিধি, লন্ডন : কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য ২০১৭ সালের টাওয়ার হ্যামলেটস স্পিকার সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী ডেইলি স্টারের লন্ডন প্রতিনিধি আনসার আহমেদ উল্লা, সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট জামাল আহমদ খান এবং বিশ্ববাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।
সোমবার দুপুরে মালবারি প্যালেসের স্পিকার পার্লারে এই তিন গুণী ব্যক্তির হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলার খালিস উদ্দিন আহমেদ।
এসময় কমিউনিটি সেবায় আনসার আহমদ উল্লাহ, জামাল আহমদ খান ও শাহ মোস্তাফিজুর রহমান বেলালের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে স্পিকার বলেন, বহু বর্ণের সম্মিলিত সহাবস্থান ব্রিটিশ সমাজের মূল শক্তি। ঐক্যবদ্ধ কমিউনিটির এই শক্তি বৃদ্ধিতে আনসার আহমেদ উল্লা, জামাল খান ও শাহ মোস্তাফিজুর রহমান বেলালের মত কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের এই অবদানের স্বীকৃতি দেয়।
সম্মাননা দেয়ায় স্পিকার খালিস উদ্দিনকে ধন্যবাদ দিয়ে আনসার আহমদ উল্লাহ, জামাল খান ও শাহ মোস্তাফিজুর রহমান বেলাল বলেন, ‘এধরনের স্বীকৃতি কাজের স্পৃহা বাড়ায়। আজকের এই সম্মাননা কমিউনিটির প্রতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।’
বর্ণ ও ধর্ম বৈষম্যহীন সমাজের পক্ষে তাদের অবস্থান অব্যাহত থাকবে বলে স্পিকারকে তারা প্রতিশ্রুতি দেন।
Leave a Reply