সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে টাংগুয়ার হাওরের হাতিরগাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী থেকে মহিলা সহ ৫ জন মুদি ও মিষ্টির দোকানদার ছোট নৌকাযোগে লামাগাঁও শিববাড়ী মেলায় যাবার পথে ঝড়ের কবলের পড়েন। তবে নৌকার মাঝি ও আনোয়ারা বেগম (৪০) নামের এক মহিলা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।।
নিখোঁজদের মধ্যে রয়েছেন, তাহিরপুর উপজেলার রতনপুর গ্রামের মরম আলীর ছেলে হযরত আলী (২৭), বাগলী গ্রামের আব্দুল রশিদের ছেলে ফজল মিয়া (৫০) ও লাকমা গ্রামের নূর ইসলামের ছেলে জাকির হোসেন (২৫)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কুমার ধর জানান, নিখোঁজদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে।
Leave a Reply