মৌলভীবাজার প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সম্প্রতি কিছু ইলেক্ট্রনিক মিডিয়ায় কিছু বুদ্ধিজীবী টকশোর নামে বিচার বিভাগকে নিয়ে অপব্যাখ্যা দিচ্ছেন।
তিনি এ ধরনের অপব্যাখ্যা না করার জন্যে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
রবিবার দুপুরে মৌলভীবাজার মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা ও দায়রা জজ মো সফিকুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো তোফায়েল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী।
মৌলভীবাজার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২৭ কোটি টাকা ব্যয়ে এই ৪ তলা ভবনটি নির্মাণ করা হয়েছে।
Leave a Reply