শ্রীকান্ত পাল, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমাকে ছোরা দিয়ে কুপিয়ে বখাটে বাহার উদ্দিন এক সহযোগী সহ মোটরসাইকেলে পালিয়ে যায়।
এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর আগে এ দুই দুর্বৃত্ত সুরমা নদীর তীরবর্তী রসুলপুর-কালীগঞ্জ রাস্তার নির্জন স্থানে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু ছোট ভাই আরিফ আহমদ ও মা করিমা বেগমকে নিয়ে ইছামতি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র ঝুমার উপর ঝাঁপিয়ে পড়ে বাহার ও তার সহযোগী। তাদের ছুরিকাঘাতে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
সোমবার সরেজমিন রসুলপুর গেলে ঝুমাদের জরাজীর্ণ ঘরে তার বড় বোন জামিলা বেগম ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। সবাই ঝুমাকে নিয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন।
জামিলা বেগম জানান, বেশ কয়েক বছর যাবৎ বখাটে বাহার উদ্দিন ঝুমাকে উত্যক্ত করে আসছিল। মোবাইল ফোনে ঝুমা ছাড়াও পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়েছে। মাধ্যমিক পাশ করার পর বখাটে বাহারের যন্ত্রণায় প্রায় এক বছর ঝুমার লেখাপড়া বন্ধ ছিল। উপজেলার বারহালের শাহগলীর এক আত্মীয়ের বাড়িতে থেকে সে পড়শোনা করছিল।
তিনি জানান, তাদের তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ঝুমা ৪র্থ। তার বাবা মুসলিম আলী দিনমজুর।
অপরদিকে বাহারদের পাকা ঘরটি তালাবদ্ধ পাওয়া যায়। পাশের ঘরের তার চাচী ছানা বেগম ও মনোয়ারা বেগম সহ কয়েকজন মহিলা জানান, ঝুমা যখন পূর্ব ইছামতি দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তখন বাহার একই মাদরাসায় পড়তো এবং ঝুমাকে প্রাইভেট পড়াতো। এর পর থেকেই তাদের মধ্যে সখ্যতা হয়। এক বছর আগে আদালতের মাধ্যমে বিয়ে হয় তাদের। তবে এই দাবির পক্ষে তারা কোন কাজগপত্র দেখাতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, বাহার শারীরিক প্রতিবন্ধী হওয়ার ঝুমা তার সাথে ঘর করতে ইচ্ছুক নয়। এ অবস্থায় পরিবারে ঝুমাকে অন্যত্র বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ার খবর শুনে বাহার ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।
এদিকে ঘটনার দিন রাতে বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারে পর ঝুমার শরীরের রক্ত দেয়া হয়েছে। বাম হাতে, বুকে ও পেটে আঘাত থাকলেও তার শারীরির উন্নতি হয়েছে বলে সাথে থাকা ইউপি সদস্য আব্দুল কাদির জানিয়েছেন।
হামলার ঘটনার ব্যাপারে সোমবার সন্ধ্যার পর ঝুমার মা করিমা বেগম বাদি হয়ে বাহার সহ অজ্ঞাত পরিচয় ২/৩ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply