সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি সমাজকল্যাণ যুব সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঝিংগাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন কানাইঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, ঝিংগাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, গাছবাড়ি মডার্ন একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আব্দুল মজিদ, ঝিংগাবাড়ি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নোমান আহমদ, হাফিজ আমিনুর রহমান চৌধুরী, ফজলুল বাসিত বিলাল, মিসবাহুল ইসলাম চৌধুরী, মাওলানা এবাদুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান, আলমগীর সোলায়মান চৌধুরী সেলিম, কানাইঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি তাওহীদুল ইসলাম, আলাউদ্দিন, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আব্দুল কাদির প্রমুখ।
পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী।
Leave a Reply