ক্রীড়াঙ্গন প্রতিবেদক : জাতিকে প্রত্যাশিত সুসংবাদটি দিতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে হারিয়েছে প্রতিপক্ষ সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে। দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের ও সিলেটে অনূর্ধ্ব ১৯ দলের ফলাফল বিপর্যয়ের পর এই জয় ক্রিকেটপ্রেমীদের মনে স্বস্তি এনে দিয়েছে।
চার দিনের এ ম্যাচ সিরিজের তৃতীয় দিন শেষেই স্বাগতিকদের জয়ের সম্ভাবনা জেগে উঠে। শুক্রবার বিকেলে ১৩২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। শেষপর্যন্ত দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭ রান। জয়ের জন্যে তখন প্রয়োজন ছিল মাত্র ১০৫ রান। শনিবার অর্থাৎ শেষ দিনের শুরুতেই ব্যাটসম্যানদের দাপট জাতির প্রত্যাশা পূরণ স্পষ্ট করে দেয়।
এবার বাংলাদেশ এ দলের লক্ষ্য আয়ারল্যান্ড এ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়। মঙ্গলবার থেকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই খেলা শুরু হবে।
Leave a Reply