আল আজাদ : ১৯ মার্চ শুক্রবার জয়দেবপুরে সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হন। সেনাবাহিনী কয়েক দফা গুলি চালায় এবং গ্রামাঞ্চলে নারী-পুরুষ নির্বিশেষে প্রহার করে। এছাড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দলকে পাক সেনাদল নিরস্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়।
টঙ্গি এলাকায় সেনাবাহিনী শ্রমিকদের উপর অত্যাচার চালায়। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, যারা বুলেট ও শক্তি দিয়ে জনগণের সংগ্রামকে দাবিয়ে রাখা যাবে বলে মনে করে তারা আহাম্মকের স্বর্গের বাসিন্দা। জনগণ যখন রক্ত দিতে তৈরি হয় তখন তাদেরকে দমন করার মতো শক্তি কারো থাকে না।
সকাল ১১টা থেকে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর এক ঘণ্টা স্থায়ী আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রাষ্ট্রপতির তিনজন উপদেষ্টা বঙ্গবন্ধুর তিনজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। প্রায় দুই ঘণ্টা ধরে এ আলোচনা চলে। বঙ্গবন্ধুর উপদেষ্টাদের মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও ড কামাল হোসেন।
বঙ্গবন্ধুর বাসভবনের দিকে জনতার মিছিল অব্যাহত থাকে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ভবিষ্যৎ বংশধরদের জন্যে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার ব্যবস্থা করে যাবো।
জাতীয় শ্রমিক লীগ ও অন্য কয়েকটি সংগঠন ২৩ মার্চ ঘরে ঘরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের আহবান জানায়।
বঙ্গবন্ধু এক বিবৃতিতে জানান, ২৩ মার্চ বাংলাদেশের ছুটি পালিত হবে। তিনি আওয়ামী লীগের নির্দেশ মেনে চলায় জনগণকে অভিনন্দন জানান।
বিকেলে সিলেটে কলম-তুলি-কণ্ঠ সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মৌলভীবাজারের শেরপুরে মুক্তিপাগল ছাত্র-জনতা ময়না মিয়ার নেতৃত্বে পশ্চিমা হানাদার বাহিনীর কনভয় আটক করে।
Leave a Reply