পবিত্র রমজান উপলক্ষে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে ৫০টি পরিবারের মধ্যে রবিবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া ও তার স্ত্রী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদের অর্থায়নে প্রত্যেক পরিবারকে চাল ৮ কেজি, আলু ৫ কেজি, পিঁয়াজ ২ কেজি, তেল ১ লিটার, ছোলা ১ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি ও ডাল ১ কেজি দেওয়া হয়।
এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন, শহীদ সোলেমান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আপ্তাব ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহীন আহমদ।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মানবতার কল্যাণে কার্যক্রম পরিচালনা করছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply