জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৩টি স্থানে এবং ঈদের তৃতীয় দিন দুপুরে সিলেট মহানগরীর পীরমহল্লা ও রায়নগরসহ, বিভিন্ন কলোনি ও এতিমখানায় মোট ২ হাজার মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া, তার সহধর্মিণী জয়তুন হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ একাডেমির চেয়ারপার্সন এবং জয়তুন বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের চেয়ারপার্সন লন্ডন প্রবাসী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদের অর্থায়নে ২০০৯ সাল থেকে এই কার্যক্রম সহ অন্যান্য সেবামূলক কর্মতৎপরতা চলছে।
এবার কুরবানির মাংস বিতরণী কার্যক্রমে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সায়েস্তা মিয়া, সানাওর আলী সোনা, দিলোয়ার হোসাইন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, অধ্যাপক মুহিবুর রহমান, হারুনুর রশিদ হীরন, ময়নুল ইসলাম মনজুর ও শাহাব উদ্দিন শিহাব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার নজরুল ইসলাম পংকি, আশিক আহমদ, রোটারিয়ান রেবেকা জাহান রুজি, ফুটবলার আজিজুর রহমান, অ্যাডভোকেট শামীম আহমদ, শাহাব উদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাংবাদিক শরিফ আহমদ, আবু বক্কর সিদ্দিক, হেলাল আহমদ ও মঈন উদ্দিন।
Leave a Reply