দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে কম্পিউটার ও প্রিন্টার দেয়া হয়েছে।
সোমবার সকালে মাদরাসায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ফাত্তাহ। প্রধান অতিথি ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম খলিল। বিশেষ অতিথি ছিলেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমেদ হোসেন খোকন, সমাজসেবক ডা সাইফুল আলম মালেক, মাদরাসার গভর্নিং বডির সদস্য আব্দুল খালিক, ইউনিয়ন পরিষদ সদস্য শরীফ আহমদ লিটু। স্বাগত বক্তব্য রাখেন সহকারী সুপার মাওলানা নূর আহমদ।
Leave a Reply