সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের পক্ষের স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, দৈনিক সবুজ সিলেট সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক উত্তরপূর্বর নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা ও দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম।
এছাড়াও সিলেটের মানচিত্রর নির্বাহী সম্পাদক দিপু সিদ্দিকী, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক উত্তরপূর্বর যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ, দৈনিক সিলেটের দিনরাতের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী শুভ, দৈনিক বিজয়ের কণ্ঠের নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, বার্তা সম্পাদক দেবব্রত রায় দিপন, দৈনিক শুভ প্রতিদিন ও যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিলেটের দিনরাতের প্রধান প্রতিবেদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক যায়যায়দিনের সিলেট প্রতিনিধি আব্দুল কাইয়ূম উল্লাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক সিলেট সুরমার সিনিয়র রিপোর্টার এম এ মালেক ও নির্বাহী সদস্য বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিন।
জেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে মতবিনিময় সভায় উপস্থিত সকলে সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দও পত্রিকাগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply