নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সাশ্রয়ে সিলেট জেলা প্রশাসনের বিভিন্ন সভা এখন ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসক মো মজিবর রহমান মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি জানান, জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা জারির পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাসহ অন্যান্য সভা ভার্চুয়াল পদ্ধতিতে করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও জানান, এই সভাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে অংশ নিতে। বিশেষ করে ইউএনওদেরকে আসতে হয় অনেক দূর থেকে। এতে প্রচুর জ্বালানি খরচ হয়; কিন্তু সভাগুলো ভার্চুয়াল পদ্ধতিতে হওয়ায় সেই জ্বালানি সাশ্রয় হচ্ছে।
তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়েও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে চালানো হচ্ছে প্রচারণা। এছাড়া রাত ৮টার পর বিপণিবিতান ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে অভিযান চালানো হবে।
Leave a Reply