জ্বালানি তেলের দাম, গণপরিবহনে ভাড়া ও বাজারে সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমআ সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মহানগরীর কোর্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হবে।
এতে সিলেট জেলা, সকল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply