সুনামগঞ্জ প্রতিনিধি : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের পৌর মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, সদর উপজেলা সভাপতি রশিদ আহমদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ, জাতীয় যুব সংহতির যুগ্মআহবায়ক জসিম উদ্দিন সরকার ও পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব মহিম তালুকদার।
বক্তারা বলেন, এই সরকার জনকল্যাণের সরকার নয়। অবিলম্বে তেলের মূল্য নিয়ন্ত্রণে না আনলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply