সুনামগঞ্জ প্রতিনিধি : ‘দাম কমাও জান বাঁচাও’ স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে সার ও জ্বালানি তেল সহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে এই কর্মসূচি আহবান করা হয়।
সিপিবি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জালাল সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শাখার সাবেক সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার ও কৃষক নেতা বদরুল আহমেদ।
বক্তারা বলেন, ডিজেল-কেরোসিনের দামের উপর বাজারে সকল পণ্যের মূল্য নির্ভর করে।
তারা আরও বলেন, অবিলম্বে ডিজেল, কেরোসিন ও সারের দাম না কমালে জনগণ দর্শক গ্যালারিতে বসে থাকবে না-রাস্তায় নেমে আসবে।
Leave a Reply