নিজস্ব প্রতিবেদক : ‘`সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়…।’ একবার নয়-বারবার। অবাক চোখে দেখে। বিস্মিত হয়। একটি দেশ-একটি জাতি বারবার বিস্ময়াভিভূত করে গোটা বিশ্বকে। আন্দোলন-সংগ্রামে, স্বাধীন স্বদেশের জন্যে মুক্তির লড়াইয়ে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায়, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আর উন্নয়ন অভিযাত্রায় বিস্ময়ের পর বিস্ময়। অবাক না হয়ে পারেনা বিশ্ববিবেক। বাহবা দেয়। অনুসরণ করে।
অন্যদিকে দেশে এবং বিদেশে ঈর্ষায়ও জ্বলে কেউ কেউ। আবার পথ রুদ্ধ করতে চায় লক্ষ্য অর্জনের। এক শ্রেণির সুশীল ও কুশীলরা মিলে জোট বাঁধে-জট পাকায়। ধর্ণা দেয় বিদেশী প্রভুদের কাছে। বিনিয়োগ করে। রঙিন স্বপ্ন দেখে।
সেই স্বপ্ন ভেঙে খান খান হয়। তবু থামেনা। নতুন করে চক্রান্তের জাল বুনে। এখনও বুনছে; কিন্তু এবারকার বুননে তালগোল পাকিয়ে দিয়েছে জি-টুয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সেলফি, যেখানে অন্যতম এই বিশ্বমোড়ল একফ্রেমে বন্দি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুর প্রিয় নাতনি সায়মা ওয়াজেদ পুতুলও তাতে আছেন।
ছবিটি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল ভাইরাল হয়নি-শীর্ষস্থানীয় গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। অন্যদিকে মর্মজ্বালার উৎস হয়ে উঠেছে সেই চিহ্নিত সুশীল-কুশীলদের। কারণ ‘সাধ না মিটিলো-আশা না পুরিলো…।’
Leave a Reply