র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের জৈন্তাপুর থেকে ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনাগুল বাজার সংলগ্ন খান টি এস্টেটের গেটের পাশে পাকা রাস্তার উপর থেকে মো নাজিম নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মো নাজিম হরিপুর গ্রামের লাল মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে সিলেট জেলা ও আশপাশের এলাকায় মাদক সেবীদের কাছে বিক্রি করে। তাকে জৈন্তপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply