নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, জৈন্তাপুর থানা হাজতে একজন আসামির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার দায় পুলিশ এড়াতে পারবেনা। কারণ সিসিটিভিতে এই আত্মহত্যার দৃশ্য ধরা পড়লেও কর্তব্যরত পুলিশ সদস্যরা বুঝতেই পারলেন না।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক ‘কনসালটেশন অন ভলেন্টারি ন্যাশনাল রিভিউ অন এসডিজি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশন ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মোকাম্মেল হোসেন, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এসএম রোকন উদ্দিন ও ওয়ার্ল্ড ভিশনের পরিচালক চন্দ গোমেজ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। মুক্ত আলোচনায় অংশ নেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, মৎস্য বিষয়ক কর্মকর্তা সুলতান আহমদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, কবি মুহিত চৌধুরী, বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা প্রমুখ।
কাজী রিয়াজুল হক বলেন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জাতির সকল অর্জন বিচারহীনতার সংস্কৃতির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাই বিচারের সংস্কৃতি চালু করতে হবে।
তিনি বলেন, দেশে অবিচার, অন্যায় ও জুলুম লেগেই আছে। সামাজিক অস্থিরতা সর্বত্র। এ অবস্থা থেকে সম্মিলিত প্রচেষ্টায় বের হয়ে আসতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য-এমডিজি অর্জন করেছে। এজন্যে জাতিসংঘ পুরস্কৃত করেছে তাকে। এখন তার নেতৃত্বেই এসডিজি অর্জন করতে হবে।
তিনি বলেন, এক সময়ের তলাবিহীন বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে।
কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশের গণমাধ্যম জাতির উন্নয়ন অভিযাত্রায় পিছন থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আর্থিক ও সামাজিক দিক দিয়ে যেভাবে এগিয়ে চলেছে দেশ-সেভাবেই মানবাধিকারের দিক দিয়ে এগিয়ে নিতে হবে।
Leave a Reply