গোয়াইনঘাট প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ও গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বুধবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভায় আব্দুল হাকিম চৌধুরী বলেন, দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নকে জেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুুরের সাথে সম্পৃক্ত রাখার আহবান জানান জৈন্তাপুর উপজেলা বিএনপি ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।
Leave a Reply