মো আলী হোসেন, গোয়াইনঘাট : সিলেটের জৈন্তাপুরে ২৯টি ভাসমান বেদে পরিবারের মধ্যে সিলেট জেলা পুলিশ সুপার মো মনিরুজ্জামান খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারীঘাট সরুফৌদ এলাকা ও সারী সেতুর নিচে ভাসমান অবস্থায় বাসবাসরত এসব বেদে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাম্প্রতিক বন্যার কারণে বেদে সম্প্রদায়ের এসব পরিবারের লোকজন কর্মহীন অবস্থান অর্ধাহারে-অনাহানে দিন কাটাচ্ছিল।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানাত ও ড আখতারুজ্জামান বসুনিয়া, সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান ও মতিয়ার রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো জাহিদ আনোয়ার, টিএসআই দেলোয়ার হোসেন ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট।
বেদে সরদার ইমান আলী ও স্বর্পরাজ জুয়েল মিয়া জানান, পুলিশ সুপারের সহায়তার কথা তারা চিরদিন মনে রাখবেন।
Leave a Reply