মো আলী হোসেন, গোয়াইনঘাট : ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ প্রত্যয়ে সারা দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায়ও ১২ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ পালন করা হয়েছে।
এই সময়ে এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্যের আলোকে মানসম্মত সেবা প্রদান, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সার্চিংয়ের জন্য মাঠকর্মীরা কাজ করেন।
জৈন্তাপুরে সেবা সাপ্তাহের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের যুগ্ম সচিব ও পরিচালক (এমআইএস) একেএম মাহবুবুর রহমান জেয়ার্দার।
এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদফতরের যুগ্ম সচিব ও পরিচালক (এমসিএইচ) ডা মো শরিফ আহমদ, ডিডিএফপি ডা লুৎফুননাহার জেসমিন, দরবস্থ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর, মমতা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রিক্তা দাস প্রমুখ সেবা সপ্তাহের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
যুগ্ম সচিব ও পরিচালক (এমআইএস) একেএম মাহবুবুর রহমান জেয়ার্দার ফতেহপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন কালে বলেন, স্বাস্থ্যসেবা শুধু একটি সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি দিনকেই একটি সেবা সপ্তাহ হিসাবে নিতে হতে হবে।
তিনি এনজিও মমতা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে সেবার গুণগত মানের প্রশংসা করেন।
Leave a Reply