নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলার মহাইল এলাকায় পটকা মাছ খেয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬। এছাড়া এখনো ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ ৩৩ জনের মধ্যে ২৪ জন রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে। অন্য ৯ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই ওয়েসিস হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের অবস্থা এখনো শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৩৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিনই সকাল থেকে বিকেলের মধ্যে মারা যান ২ শিশু সহ ৫ জন। এছাড়া রাতে সফাতুন্নেছা (৬৫) নামের তবাং গ্রামের এক নারী মৃত্যুবরণ করেন।
Leave a Reply