জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ধর্মীয় সংখ্যালঘু নেতা নিত্যনন্দ বিশ্বাস বতাই হত্যার প্রতিবাদে রবিবার বিকাল ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের বটতলায় সিলেট-তামাবিল মহাসড়কের দুই পাশে অনুষ্ঠিত দীর্ঘ মানববন্ধনে দলমত নির্বিশেষে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শান্তির জনপদ জৈন্তাপুরকে অশান্ত করতেই দরবস্ত মহাইল গ্রামের নিত্যানন্দ বিশ্বাস বতাইকে হত্যা করা হয়েছে।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক যাদব বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলাল চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ হক, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বীণা সরকার, বাংলাদেশ ছাত্রযেুব ঐক্য পরিষদের জেলা সভাপতি ধনঞ্জয় দাশ ধনু, জৈন্তপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক দে, যুবলীগ নেতা সুবাস দাশ বাবলু, এবাদুর রহমান, কুতুব উদ্দিন, জাকারিয়া মাহমুদ প্রমুখ।
Leave a Reply