বেসরকারি সংস্থা এফআইভিডিবির সূচনা প্রকল্পের মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো আমিনুল হক সরকার, সহকারী কমিশনার-ভূমি ফারুক আহমদ, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো সালাহ উদ্দিন, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বাহারুল ইসলাম বাহার ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুবকর শিকদার।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের আর্থসামাজিক উন্নয়নে সূচনা প্রকল্প ভূমিকা রাখছে। সেলাই মেশিনপ্রান্ত নারীরা যদি মেশিনে জং না ধরিয়ে কাজ ধারাবাহিকভাবে করে যান তাহলে তাদের অর্থনৈতিক পরিবর্তন সাধিত হবে।
সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুবকর শিকদার জানান, জৈন্তাপুর উপজেলায় সূচনা প্রকল্পের মাধ্যমে নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
Leave a Reply