নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের জৈন্তাপুর থেকে দেশে তৈরি অস্ত্র গুলি সহ একজনকে গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যা ৬টার সময় সময় র্যাব-৯, সিলেট ক্যাম্পের স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতুলবাজার বালিধারা গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুল সাত্তারকে গ্রেফতার করে। পরে তার পরিহিত লুঙ্গিতে গোঁজা অবস্থায় নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজ হেফাজতে অস্ত্র রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও বিভিন্ন সময়ে এই অস্ত্র ভাড়া দেয়ার কথা স্বীকার করে।
তাকে অস্ত্র ও গুলি সহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply