আব্দুল হালিম, জৈন্তাপুর : কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার সকল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ জমির কাঁচা-পাকা বোরো ফসল তলিয়ে গেছে। গ্রামীণ সড়কগুলো ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কমপক্ষে ২৫টি গ্রাম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে পানি উঠে যাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে যেতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
উপজেলার নিজাপাট ইউনিয়নের ময়নাহাটি, নয়াবাড়ী, গোয়াবাড়ী, হর্ণি, বাইরাখেল, নয়াগ্রাম ও কালঞ্জিগ্রাম, জৈন্তাপুর ইউনিয়নের মোয়াখাই, মুক্তাপুর, লামনীগ্রাম, কাটাখাল, বিড়াখাই, লামাবস্তি, গাতিগ্রাম, বাউরভাগ হাওড়, চাতলার পাড়, ঢুলটি, শেওলাটুক, বাওন হাওড় ও লক্ষীপুর, চারিকাটা ইউনিয়নের লালাখাল নয়ামাটি, থুবাং ও গৌরী এবং দরবস্ত ইউনিয়নের লামা মহাইল, গর্দনা, তেলীজুরী ও সেনগ্রাম সহ ৪০/৫০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছেন।
এছাড়া পাথর ও বালু কোয়ারিগুলো তলিয়ে যাওয়ায় অন্তত ৫০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
Leave a Reply