ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার পাখিরটেক এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সোমবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহানগর উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ বলেন, আকস্মিক বন্যায় সিলেটের লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত সরকারি সহযোগিতা না থাকায় বন্যার্ত মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে।
সংগঠনের সিলেট মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার পরিচালনায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট আলিম উদ্দিন, কেন্দ্রীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, মহানগর সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জৈন্তাপুর উপজেলা উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলী, ইঞ্জিনিয়ার আবু সাঈদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply