জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় গৃহবধূ হেলানা আক্তার হেনার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা সদরে জৈন্তাপুর উপজেলাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিক নেতা মুমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুর রহিম মেম্বার, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রমিক নেতা আব্দুর রহমান, আক্কাস মিয়া, আরব আলী ও জেলা ছাত্রদল নেতা সাব্বির আহমদ।
বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে হেলানা আক্তার হেনার হত্যাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Leave a Reply