বিশেষ প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ৬০/৭০ টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। জৈন্তাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখলাছুর রহমানের বাড়িও জ্বালিয়ে দেয়া হয়েছে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরিন করিম, সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ও ওসি খান মোহাম্মদ মায়নুল জাকির ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাতে থাকে। রাত ২টার দিকে বিজিবি ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ২০ কেজি করে দেয়ার ঘোষণা দেন। এসব পরিবারকে সাংসারিক অন্যান্য উপকরণও দেয়া হবে। এছাড়া আজ দুপুরে ও রাতে পরিবারগুলোকে রান্না করা খাবার দেয়া হবে।
Leave a Reply