নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানা হয়েছে, উপজেলার গৌরিশংকর গ্রামের এক মেয়ের সাথে রূপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম আহমেদের (২৮) প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক চলাকালীন দুজনের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে এনাম আহমেদ গর্ভপাত ঘটায়।
পরবর্তী সময়ে এনাম আহেেদ একই গ্রামের অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর এনাম আহমেদের বিরুদ্ধে তার আগের প্রেমিকা জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সার্বিক দিক নির্দেশনায় জৈন্তপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে পুলিশ এনাম আহমেদকে গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে।
শেষপর্যন্ত তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ধর্ষণ মামলার আসামি এনাম আহমেদকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকা হতে জৈন্তাপুর মডেল পুলিশ গ্রেফতার করে।
Leave a Reply